এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক,সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ২১ মে ২০২৩, ০০:০৫
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে ১১১ -১১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব হামিদ সুবর্ণ এন্টারপ্রাইজের দৈনন্দিন সংঘটিত লেনদেন লিপিবদ্ধ করেন। তিনি প্রতিমাসে ৫০,০০০ টাকা পর্যন্ত খরচ করার ক্ষমতা রাখেন। কিন্তু মে মাসে ব্যবসায়ের কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ৬৫,০০০ টাকা খরচ হবে বলে তিনি ধারণা করেছেন।
১১১. জনাব হামিদের কাজটি মূলত-
(ক) হিসাবরক্ষণ
(খ) আর্থিক অবস্থা নিরূপণ
(গ) টাকা-পয়সা জমা রাখা (ঘ) কারবারের আসবাবপত্র কেনা
১১২. এ অবস্থায় জনাব হামিদের দৃষ্টি দিতে হবে?
(ক) ব্যয় হ্রাসকরণে
(খ) বাজেট প্রণয়নে
(গ) জবাবদিহিতায়
(ঘ) সঞ্চয় প্রবণতার
১১৩. মে মাসে অতিরিক্ত খরচ নির্বাহ করার জন্য কোন পদক্ষেপটি জনাব হামিদের জন্য অধিকতর যুক্তিযুক্ত?
(ক) অতিরিক্ত খরচ না করা (খ) ব্যয় নিয়ন্ত্রণ করা
(গ) মালিকের সাথে আলোচনা করা
(ঘ) নিজের খরচ করার সিদ্ধান্ত নেয়া
উত্তর : ১১১. ক, ১১২. ক, ১১৩. খ।